
মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় নোমান (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
১ সেপ্টেম্বর, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের অলিনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নোমান কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বিল বোয়ালিয়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বামন্দি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর রুবেল রানা এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মোবাইলে জানতে পারি যে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে অলিনগর নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়ে এক যুবক গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক আবির হোসেন তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]