
খুলনার পাইকগাছায় বন্যার্তদের মাঝে কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে।
সম্প্রতি অতিরিক্ত জোয়ারের কারণে খুলনার পাইকগাছার ভদ্রা নদী সংলগ্ন বাঁধ ভেঙ্গে ১৩ টি গ্রাম প্লাবিত হয়। এর ফলে জনজীবন বিপন্ন হয়ে পড়ে। এরূপ দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল ও চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৭ আগস্ট) পাইকগাছার দেলুটি ইউনিয়নের পানি বন্দিদের সার্বিক সহায়তা প্রদানের পাশাপাশি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে সর্বমোট ২০৩ জন অসহায়, গরীব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করে।
এ সময় প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান কার্যক্রমে মেডিকেল দলের প্রতিনিধি হিসেবে সার্জন লে. কমান্ডার মো. জাকির হোসাইনসহ কোস্ট গার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/জাহিদ রানা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]