লোহাগড়ায় জন্মাষ্টমী উৎসব পালিত
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ১৯:০৭
লোহাগড়ায় জন্মাষ্টমী উৎসব পালিত
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের লোহাগড়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও অনাড়ম্বরপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।


২৬ আগস্ট, সোমবার দুপুরে লোহাগড়ার নিতাই-গৌর সুন্দর জিউর মন্দির থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে
লক্ষীপাশা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরে এসে শেষ হয়।


মঙ্গল শোভাযাত্রা নেতৃত্ব দেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি মো. জহুরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র এবং লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতান।


শোভাযাত্রা শেষে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরের নাট মন্দির প্রাঙ্গণে উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শংকর অধিকারীর সভাপতিত্বে ও সাংবাদিক রূপক মুখার্জির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম দেওয়ান,ডা. প্রবীর কুমার দে শ্যাম, তারক গোসাই মন্দির পরিচালনা পর্ষদের আহ্বায়ক পরীক্ষিত সিকদার, পৌর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি কিশোর রায়, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রণজিৎ টিকাদারসহ প্রমুখ।


পরে আগত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।


উল্লেখ্য, লোহাগড়া উপজেলা পূজা উদ্‌যাপন পর্ষদের পক্ষ থেকে বন্যার্তদের জন্য আর্থিক সহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বিবার্তা/শরিফুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com