অতিরিক্ত জেলা প্রশাসকের কোটচাঁদপুর পৌরসভার দায়িত্ব গ্রহণ
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ১৭:৩০
অতিরিক্ত জেলা প্রশাসকের কোটচাঁদপুর পৌরসভার দায়িত্ব গ্রহণ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন।


২০ আগস্ট, মঙ্গলবার বেলা ১২ টার দিকে তিনি পৌর মেয়রের কার্যালয়ে এ দায়িত্বভার গ্রহণ করেন। এতে তিনি সদ্য অপসারণ হওয়া পৌর মেয়র সহিদুজ্জামান সেলিমের স্থলাভিষিক্ত হলেন।


এসময় তিনি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিত হন এবং সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার নির্দেশ দেন।


তিনি বলেন, কোন ভাবেই যেন নাগরিক সেবা ব্যাহত না হয়। কোন প্রকার অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। সে সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।


এসময় নানা অভিযোগে অভিযুক্ত পৌর নির্বাহী কর্মকর্তা আবুল ফজল মোহাম্মদ এনামুল হক ও পৌর প্যানেল মেয়ররা অনুপস্থিত থাকলেও পৌরসভার কাউন্সিলর শরিফুল ইসলাম, মো. হানিফ, খায়রুল ইসলাম, রকিব উদ্দিন, আব্দুল মাজেদ, সংরক্ষিত আসনের পিউলি খাতুনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৩২ (ক) প্রয়োগ করে ঝিনাইদহের ৫ পৌরসভার মেয়রকে স্ব স্ব পদ হতে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে।


বিবার্তা/রায়হান/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com