
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে সাগর হোসেন (২৭) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত খেয়াঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবক রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মার চরের লোকনাথপুর গ্রামের মৃত শওকত মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত সাগর গত রবিবার সন্ধ্যায় ভাগজোত বাজার থেকে রাজ মিস্ত্রির কাজ শেষে টিনের তৈরি ছোট ডিঙি নৌকায় পদ্মা নদী পাড়ি দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় নৌকাসহ সে পানিতে তলিয়ে যায়। পরে সোমবার সন্ধ্যায় তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের বিষয়ে পাবনা লক্ষীকুন্ডা নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জামাল মিয়া বলেন, ধারণা করা হচ্ছে রবিবার সন্ধ্যায় কাজ শেষ করে টিনের তৈরি ডিঙি নৌকায় নদী পার হওয়ার সময় নৌকাসহ সাগর পানিতে তলিয়ে নিখোঁজ হয়। পরে সোমবার সন্ধ্যায় স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/শরীফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]