
স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৩২ (ক) প্রয়োগ করে ঝিনাইদহের ৫ পৌরসভার মেয়রকে স্ব স্ব পদ হতে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৯ আগস্ট, সোমবার উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
রবিবার (১৮ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ আ.লীগ সরকারের আমলে নির্বাচিত ৩২৩ পৌরসভার মেয়রকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে ঝিনাইদহ সদর পৌরসভার মেয়র মো. কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, শৈলকূপা পৌরসভার মেয়র আশরাফুল আজম, কালিগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম ও মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খানকে স্ব স্ব পদ থেকে অপসারণ করা হয়েছে।
৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করলে স্থানীয় আ. লীগের জনপ্রতিনিধিরা আত্মগোপনে চলে যায়। ১৬ আগস্ট সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করে সরকার জনস্বার্থে পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে। একই সঙ্গে এগুলোতে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার। এমন বিধান রেখে (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
বিবার্তা/রায়হান/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]