
নড়াইলে ৪ দিনব্যাপি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ স্মারক নাট্য উৎসব শুরু হয়েছে।
নড়াইল ড্রামা সার্কেলের আয়োজনে ২৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার সন্ধ্যায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ নাট্য উৎসবে বাংলাদেশ এবং ভারতের ৮টি নাট্য সংগঠন নাটক পরিবেশন করছে।
নাট্য সংগঠনগুলি হলো ড্রামা সার্কেল নড়াইল, প্রতিধনি শিল্পী গোষ্ঠী নড়াইল, শিশু কানন নাট্যদল নড়াইল, চিত্রা থিয়েটার নড়াইল, যুগান্তর নাট্য সংসদ নড়াইল, আহিরি নাট্য সংস্থা কলকাতা ভারত, বিয়মমনি থিয়েটার খুলনা এবং গোপালগঞ্জ থিয়েটার গোপালগঞ্জ।
মঙ্গলবার রাতে জেলা শিল্পকলা একাডমী মিলনায়তনে এ নাট্য উৎসবের উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুন্ড।
ড্রামা সার্কেলের সভাপতি শেখজাদী নাঈমা জবারী বনানীর সভাপতিত্বে বক্তব্য দেন নড়াইল প্রতিধনি শিল্পী গোষ্ঠীর সভাপতি মাহবুব-ই-রসুল অরুন, এস.এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, নড়াইল শিশু কানন নাট্যদলের পরিচালক মুন্সী আসাদুর রহমান, ড্রামা সার্কেলের সাধারণ সম্পাদক দেবা দাস প্রমুখ।
প্রতিদিন সন্ধ্যায় দু’টি নাট্য সংগঠন নাটক পরিবেশন করছে। এ উৎসব আগামী শুক্রবার (১ মার্চ) পর্যন্ত চলবে।
বিবার্তা/শরিফুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]