রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমসহ ৫২ জনের নামে মামলা
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ১৫:৪৫
রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমসহ ৫২ জনের নামে মামলা
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ছাত্রদলের আনন্দ মিছিলে হামলার ঘটনায় প্রায় এক বছর পরে রাজবাড়ীর বালিয়াকান্দি থানায় সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম ও তার পুত্র মিতুল হাকিমসহ আওয়ামী লীগের ৫২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।


৩১ আগস্ট, শনিবার বালিয়াকান্দি থানায় মামলাটি দায়ের করেন বালিয়াকান্দি উপজেলার ছাত্রদলের সভাপতি মো. নাজমুল শেখ। নাজমুল জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামের রফিক শেখের ছেলে।


মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ১৯ জুন বেলা সাড়ে ১১টার দিকে বালিয়াকান্দি বাসস্ট্যান্ড বাজারের ফরিদ হাসান আশিকের সামনে ছাত্রদলের আনন্দ মিছিলে হামলা চালানো হয়। এ সময় ফরিদ হাসান আশিক দোকানের মধ্যে আশ্রয় নিলে তাকে হত্যার উদ্দেশ্য কুপিয়ে ও পিটিয়ে জখম করে।


মামলার অন্য আসামিরা হলেন- বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু, উপজেলা যুবলীগের আহ্বায়ক রাসেল খান রিজু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মিজানুর রহমান মিরন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিসুর রহমান, মো. নাজমুল আলম রাজু, বাবুল মণ্ডল, রোহান শেখ, সজিব মণ্ডল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. তুহিন মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন শেখ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুজ্জামান ওরফে কামরুল শেখ, উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি তৌফিক খান সাদিদ, মুন্না শেখ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সোহেল মাহমুদ মন্টু, আবির শেখ, মাহমুদ মিয়া, মো. ফারুক মিয়া, ইকরাম মোল্যা, জাহিদুল শেখ, আব্দুল লতিফ রতন, তানভীর খান, সুশান্ত বৈরাগী, ইউপি সদস্য আলমগীর মিয়া, বালিয়াকান্দি বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. বদরুল আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, রনি শেখ, রানা শেখ, রবিউল ইসলাম রবি, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. আবু তারেক বাবুল শেখ, ইউপি সদস্য ইব্রাহিম তালুকদার, মো. কবির শেখ, জাহিদ মণ্ডল, টিটু শেখ, ইজাজুল ইসলাম, মো. কালাম, দাউদ মোল্যা, আব্দুল্লাহ তুষার, মো. নসরু, খালিদ রাহাদ, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম মিয়া মোড়ল, রহিম শিকদার, সেলিম শেখ, ইউপি সদস্য শুকুর খান, টিটুল শেখ, ইউপি সদস্য আরব আলী শেখ, নাসির উদ্দিন, নজরুল ইসলাম, জাহাঙ্গীর মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মোল্যাসহ অজ্ঞাত আরও ১৫০-২০০ জন।


বালিয়াকান্দি থানার এসআই রাজিবুল ইসলাম বলেন, শনিবার মামলাটি রেকর্ড হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


বিবার্তা/মিঠুন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com