
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে আবারও মুখোমুখি অবস্থান নিয়েছেন বিএনপি ও আওয়ামীপন্থি আইনজীবীরা।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেল ৪টায় আওয়ামী ও বিএনপিপন্থি আইনজীবীদের পাল্টাপাল্টি স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পুরো সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মুখোমুখি অবস্থানে রয়েছেন দুই পক্ষের আইনজীবীরা।
এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভোট কেন্দ্রের সামনে বিএনপি ও আওয়ামী লীগপন্থি আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র গতকালও দিনভর হট্টগোল, ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের লাঠিচার্জ, ভাঙচুর,পাল্টাপাল্টি মিছিলের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। এতে আইনজীবী ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হন।
বিবার্তা/এনএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]