
রাজবাড়ীর কালুখালী থেকে দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও তাজা কাতুর্জ সহ ২ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত সন্ত্রাসীরা হলেন, জেলার কালুখালী উপজেলার বড় সাওরাইল এলাকার মো. নজরুল বিশ্বাসের ছেলে নাজমুল বিশ্বাস ওরফে বাপ্পী (২৩) ও একই এলাকার মৃত মাজেদ মণ্ডলের ছেলে মো. মনিরুল ইসলাম মনির (৪২)।
২৬ এপ্রিল, শুক্রবার দুপুরে কালুখালী থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার বড় সাওরাইল এলাকার তোফাজ্জল মণ্ডলের বসতবাড়ীর সামনে থেকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে খড়ের ভিতরে লুকায়িত অবস্থায় সাদা রঙের শপিং ব্যাগের মধ্যে রক্ষিত ১টি লোহার তৈরি দেশীয় সক্রিয় ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আসামিরা এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালানোর পরিকল্পনা করছিল। গ্রেফতারকৃত মনিরুল ইসলাম মনিরের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজিসহ ৫টি মামলা রয়েছে। আজ আসামিদের বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়েছে।
বিবার্তা/মিঠুন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]