
রাজধানীর কামরাঙ্গীরচর থানার সিলেট্যা বাজার এলাকায় গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাদিম (৩৫) ও মাসুদ (২৯)। এ ঘটনায় সোহাগ (২৮) নামের আরও একজন আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত ও আহতদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় একাধিক মামলা রয়েছে। তারা এলাকার সন্ত্রাসী হিসেবে চিহ্নিত ছিলেন।
বুধবার দিবাগত রাতে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে নাদিম ও মাসুদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোহাগকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কামরাঙ্গীরচর থানার ওসি মো. আমিরুল ইসলাম জানান, সিলেট্যা বাজার এলাকায় গণপিটুনিতে তিন সন্ত্রাসী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া একজন চিকিৎসাধীন।
তিনি আরও বলেন, নিহত ও আহতদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় একাধিক মামলা রয়েছে। রাতে মামলার বাদীকে তারা হুমকি ধামকি দিচ্ছিলেন। এ সময় স্থানীয় জনতা তিনজনকে গণপিটুনি দেন। তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, এলাকার সন্ত্রাসী। রাজধানী লালবাগের শহীদনগরে থাকতেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]