আজও রাজধানীতে থাকবে গরমের দাপট, নেই বৃষ্টির খবর
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ০৯:৩৯
আজও রাজধানীতে থাকবে গরমের দাপট, নেই বৃষ্টির খবর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বেশ কয়েকদিন ধরে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। মাঝে ঢাকায় দুই দিন বৃষ্টির আনাগোনা থাকলেও কমেনি গরমের দাপট। তবে আজ ঢাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও সম্ভাবনা নেই বৃষ্টির। একইসঙ্গে আবহাওয়াও থাকবে শুষ্ক এবং দিনের তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত। ফলে গতকালের মতোই আজও গরমের দাপটে নাকাল হতে হবে রাজধানীরবাসীকে।


মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকা ও আশপাশের এলাকার জন্য সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং দিনের তাপমাত্রাও অপরিবর্তিত থাকতে পারে। আর এসময়ের মধ্যে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।


পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। আর গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস।


অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে জানানো হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আজ পর্যন্ত উত্তরপশ্চিম দিকে এবং পরে উত্তর দিকে অগ্রসর হতে পারে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com