
রাজধানীর বংশালে পাঁচতলা একটি ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজননিহত হয়েছেন। এছাড়া চিকিৎসাধীন রয়েছে আরও ছয়জন।
সোমবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটি প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নির্বাপণ করে। বেশ কয়েকজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, বংশালের নাজিমুদ্দিন রোডে একটি পাঁচতলা বাসার নিচতলায় আগুন লাগে। আটজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আনা হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অন্য ছয়জন চিকিৎসাধীন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]