
ঈদের ছুটি শেষে আজ থেকে খুলছে সব সরকারি-বেসরকারি অফিস। পরিবারের সাথে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে আজও রাজধানীতে ফিরছেন অনেক মানুষ।
রবিবার (৬ এপ্রিল) সকালে মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ভোর থেকেই দূরপাল্লার বাসগুলো টার্মিনালে যাত্রীবোঝাই হয়ে প্রবেশ করছে। গতকালকের মতো আজও সারাদিন ঢাকায় ফেরা মানুষদের চাপ থাকবে বলে ধারণা করা হচ্ছে।
সৌখিন পরিবহনের একটি বাসের কর্মী মুজাহিদুল বলেন, গতকাল থেকেই সবগুলো বাস যাত্রী নিয়ে ফিরছে। রাস্তায় তেমন জ্যাম না থাকায় ঠিক সময়েই ফিরতে পারছি।
এসআই পরিবহনের কাউন্টার ম্যানেজার মো. সালাউদ্দিন বলেন, ঈদের ছুটিতে বাড়িতে যাওয়া মানুষেরা এখন ফেরত আসছেন।
বাস টার্মিনালে কথা হয় যাত্রী আল ইমরানের সাথে। তিনি বলেন, ঈদের ছুটি গতকালই শেষ হয়ে গেছে,আজ অফিস, তাই ভোরে চলে এলাম।
টাঙ্গাইল থেকে আগত যাত্রী মো. আনিস বলেন, অফিস আজ থেকে খোলা। গতকালই আসতে পারতাম,কিন্তু ভাবলাম পরিবারের সাথে আরেকটা দিন কাটাই। তাই অফিস ধরতে ভোরে চলে এসেছি।
যাত্রাপথে কোনো ভোগান্তি হয়েছে কি না,এমন প্রশ্নে তিনি বলেন,এবারের ঈদযাত্রায় তেমন কোনো ভোগান্তি হয়নি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]