
স্টাইল ক্রাফট গার্মেন্টস, অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেড ও টিএনজেড অ্যাপারেলস লিমিটেড এর শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে পুলিশের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন বাসদ (মার্কসবাদী)-এর সমন্বায়ক কমরেড মাসুদ রানা।
মঙ্গলবার (২৫মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটির সদস্য সীমা দত্ত এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ছয়দিন ধরে গার্মেন্টসের শ্রমিকরা তাদের পাওনা টাকার জন্য শ্রম ভবনের সামনে অবস্থান করে আসছিলেন। সরকারি সমস্ত সেক্টরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঈদের আগেই বেতন-বোনাস দেয়া হচ্ছে অথচ বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখে যে শ্রমিকরা সেই শ্রমিকদের বেতন-ভাতার দিকে মালিকরা কর্ণপাত করে না। গত ছয়দিন ধরে শ্রমিকরা শ্রম ভবনের রাস্তায় ফুটপাতে মানবেতর জীবন-যাপন করছেন। সরকার কর্ণপাত করছে না। আজ যখন শ্রম মন্ত্রণালয়ে শ্রমিকরা যখন তাদের দাবি পেশ করার জন্য যাচ্ছিলেন, সেই মিছিলে বর্বরোচিত ভাবে পুলিশ আক্রমণ চালায়। হামলায় বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায়, বাসদ (মার্ক্সবাদী) দলের কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য সীমা দত্তসহ অর্ধশতাধিক শ্রমিক নেতৃবৃন্দ গুরুতর আহত হন। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। একইসাথে শ্রমিকদের পরিশ্রমের ফসল তাদের ন্যায্য পাওনা অবিলম্বে পরিশোধের দাবি জানাই। গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের এহেন আক্রমণের সাথে যারা যুক্ত তাদের অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে।
বার্তা প্রেরক
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]