
রাজধানীর মহাখালী কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক ঘর পুড়ে গেছে। দুই ঘণ্টার আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে কয়েকশ মানুষ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।
আগুনে কোনো মানুষের প্রাণহানি না হলেও সবকিছু পুড়ে যাওয়ায় খোলা আকাশের নিচেই অবস্থান করতে হচ্ছে খেটে খাওয়া পরিবারগুলোকে। এখন পর্যন্ত সরকারি সহায়তা না পাওয়ায় হতাশ ক্ষতিগ্রস্ত পবিবারগুলো।
এদিকে, গত রাত সাড়ে ৭টায় খিলগাঁওয়ের তালতলায় গাড়ি মেরামতের গ্যারেজ মার্কেটে আগুন লেগে পুড়ে গেছে ২০টি দোকান। এতে বিভিন্ন ধরনের গাড়ির পার্টস ও মেরামতের যন্ত্রপাতিসহ পুড়ে যায় পুরাতন বেশ কয়েকটি গাড়িও।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানান ব্যবসায়ীরা। রাতেই আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও নিরুপণ করা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]