
রাজধানীর শাহবাগের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ফুটপাত থেকে একদিন বয়সী নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সকাল ১১ টার দিকে নবজাতক মৃত বলে জানান।
শাহবাগ থানার এসআই মাহিদুল জানান, আজ সকালের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ফুটপাতে একটি পলিথিন মোড়ানো নবজাতকটিকে দুই তিনটি কুকুর টানাটানি করার সময় সেখানে অবস্থানরত মহিলাদের নজরে আসলে তারা পুলিশকে খবর দেয়। পরে আইনি প্রক্রিয়া শেষে নবজাতককে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে নবজাতককে অন্য কোথাও থেকে শহীদ মিনার এলাকার ফুটপাতে ফেলে রেখে যায়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
বিবার্তা/বুলবুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]