পারিশ্রমিক নিয়ে দ্বন্দ্ব
কারখানা মালিককে হত্যা করে পুঁতে রাখল শ্রমিকরা
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ১৫:১২
কারখানা মালিককে হত্যা করে পুঁতে রাখল শ্রমিকরা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর কামরাঙ্গীরচরে হাসানগরে একটি প্রিন্ট কারখানার মেঝেতে পুঁতে রাখা আলম নামে এক জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে পাঁচ দিন নিখোঁজ ছিলেন তিনি।


মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল থেকে কারখানাটি ঘিরে রেখেছে পুলিশ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ঘটনাস্থলে আসার পর মরদেহ তোলা হবে।


পুলিশ বলছে, বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন কারখানার মালিক আলম। তার স্ত্রীর সঙ্গে সবশেষ কথা হয় গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে যাওয়া নিয়ে। তার কোনো সন্ধান না মেলায় দুদিন পর থানায় সাধারণ ডায়েরি করেন আলমের স্ত্রী। তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ তার সবশেষ অবস্থান দেখতে পান কারখানা এলাকায়। দুজনকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কারখানার ভেতরে মরদেহ রয়েছে।


স্থানীয় এলাকাবাসী বলছেন, কারখানার শ্রমিক ছিলেন দুজন। সাপ্তাহিক পারিশ্রমিক নিয়ে মালিক আলমের সঙ্গে দ্বন্দ্ব ছিল একজনের।


তাদের দাবি, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে কারখানা মালিক আলম দেখতে পান দুই শ্রমিকসহ মোট চারজন মিলে তাস খেলছেন। কারখানার ভেতরে তাস খেলার কারণ জানতে চাইলে তর্কে জড়ান তারা। মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলে জ্ঞান হারান আলম। পরে তাকে তিন টুকরো করে মেঝেতে পুঁতে রাখা হয়।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com