
রাজধানীর কাওরানবাজার ও বাড্ডায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এদের মধ্যে বাড্ডায় লিংক রোডে ইউনিক পরিবহনের বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী আবুল হোসেন (৪৬) নামে ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জনতা বাসটিকে আটক করেছে বলে পরিবারের সদস্যরা জানান ।
রবিবার (৮ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। পরে স্বজনেরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত সারে ১০ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা মৃতের মেয়ে সাথী আক্তার জানান, আমার বাবা নিরাপত্তা কর্মী ছিলেন, রাতে তিনি বাইসাইকেল চালিয়ে গুলশান ২ নম্বর কর্মস্থলে যাওয়ার পথে বাড্ডা লিংকরোড এলাকায় ইউনিক পরিবহনে একটি বাস সজারো ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।পরে বাবাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।
তিনি আরো বলেন, নিহত আবুল হোসেন নোয়াখালীর সেনবাগ এলাকায় সাক্কু মিয়ার ছেলে। বর্তমানে মধ্যবাড্ডার নামাপাড়া এলাকায় পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন।
অপরদিকে রাজধানীর কাওরানবাজার মোটরবাইকের ধাক্কায় অজ্ঞাতনামা (৬০) এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক শাকিল হোসেন (২১) নামে এক যুবক গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগে চিকিৎসাধীন।
রবিবার (৮ ডিসেম্বর ) রাত ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে ( ঢামেক) হাসপাতালে নিয়ে আসা মোটরসাইকেল আরোহী আইয়াফ রহমান আদি জানান, আমাদের বাসা তেজগাঁও শাহীনবাগ এলাকায়। শাহবাগ থেকে যাওয়ার পথে কাওরানবাজারের সড়ক পার হওয়ার সময় বাইকের ধাক্কা লাগে বৃদ্ধর। এতে গুরুতর আহতহন তিনি। পরে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক বৃদ্ধকে মৃত বলে জানান।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, কাওরানবাজার ও বাড্ডায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। বিষয়গুলি সংশ্লিষ্ট থানাগুলোকে জানানো হয়েছে।
বিবার্তা/বুলবুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]