রাজধানীতে পৃথক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩
রাজধানীতে পৃথক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর খিলক্ষেত ও কদমতলীর মেরাজনগর এলাকা দুর্ঘটনায় শিক্ষার্থীসহ ২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে খিলক্ষেত ফুটওভার ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে পিকআপ ভ্যানে থাকা মোহাম্মদ শাকিব (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আর ৩ জন ।


আহতরা হলেন, মোহাম্মদ রিয়াজ (৩০), ইমরান হোসেন বাবু( ২৪), ও দীপু( ২৪ )। উভয়ের বাড়ি নরসিংদী জেলার রায়পুর থানা এলাকায়।


রবিবার (৮ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় সহপাঠীরা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক সকাল ৭ টার দিকে কিশোরকে মৃত ঘোষণা করেন।


নিহত সাকিবের বাবা মোহাম্মদ শরীফ মিয়া জানান, আমার ছেলে নরসিংদীর শিবপুরের একটি মাদ্রাসায় লেখাপড়া করে, আজ সকালে আমাদের এলাকা থেকে আমাদের পরিচিত মুরগিবাহী পিকআপে তুলে দেই যেহেতু পিকআপটি নরসিংদী যাবে পরে গাড়ি ছেড়ে খিলখেত ৩০০ ফিট এলাকায় ফুটওভার ব্রিজের ঢালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে থাকা চারজনই পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক আমার ছেলেকে মৃত বলে জানান।


তিনি আরো বলেন, আমাদের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার হাসেমপুর গ্রাম। বর্তমানে খিলক্ষেত এলাকায় স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করি।


অপরদিকে রাজধানীর কদমতলীর মেরাজনগর এলাকার একটি বাসায় টুলে দাঁড়িয়ে থাই গ্লাস ফিটিং করার সময় পড়ে মোহাম্মদ শাকিব (২০) নামে এক যুবক নিহত হয়েছে।


শনিবার (৭ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক দিনগত রাত সোয়া ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।


নিহতের চাচা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান আমার ভাতিজা থাই গ্লাস মিস্ত্রি। রাতে কদমতলীর মেরাজনগরে বি ব্লকের একটি ভবনের দ্বিতীয় তলায় টুলে দাঁড়িয়ে গ্লাস ফিটিং করার সময় অসাবধানতাবশত সে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।


তিনি আরও বলেন, আমাদের বাসা কদমতলীর রায়বাগ এলাকায়।


ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, খিলক্ষেত ও কদমতলী থেকে দুটি ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে ঘটনা সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com