
রাজধানীর মতিঝিলের ফকিরাপুল নিউ ইস্টার্ন আবাসিক হোটেল থেকে শ্রী রঞ্জিত চাকমা (৪৫বছর) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে মতিঝিল থানা পুলিশ। মৃত ব্যক্তি পেশায় ঠিকাদার ছিলেন।
সোমবার (৪ মার্চ) দিনগত রাত দেড়টার দিকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ নিয়ে আসলে চিকিৎসক রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানার উপ পরিদর্শক (এসআই) পঙ্কজ জানান, আমরা ফকিরাপুলের নিউ ইস্টার্ন আবাসিক হোটেল ৬০৭/ সি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করি, পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়।
তিনি আরও বলেন, হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে মৃত ব্যক্তি গতকাল দুপুর ২টার দিকে হোটেল কক্ষে উঠেন। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। মৃতের গ্রামে বাড়ি রাঙ্গামাটি সদর, জিপতলী চেয়ারম্যান পাড়া গ্রামের হেমন্ত লাল চাকমার ছেলে তিনি।
বিবার্তা/বুলবুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]