রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০৮:৫৩
রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীতে আওয়ামী লীগ, বিএনপিসহ দেশের বড় দলগুলোর মহাসমাবেশ আজ (২৮ অক্টোবর)। সরকার পদত্যাগের ‘এক দফা’ দাবিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে বিএনপি। একই দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। এছাড়া বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা প্রায় ৩৭টি দলও সমাবেশ করবে ঢাকায়। একই দিনে শান্তি ও উন্নয়ন সমাবেশ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগও।


এমন পরিস্থিতিতে রাজধানীতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে জামায়াতে ইসলামীর সমাবেশকে ঘিরে সাধারণ জনগণের মাঝে বিরাজ করছে আতঙ্ক।


আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশস্থলের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার। এতে সহিংসতার পাশাপাশি রাজধানীজুড়ে যানজটের আশঙ্কা করা হচ্ছে।


শনিবার (২৮ অক্টোবর) দুপুর দুইটায় আওয়ামী লীগের সমাবেশ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে। বিএনপি মহাসমাবেশ করবে নয়াপল্টনে, দুপুর দুইটায় সমাবেশ শুরু হওয়ার কথা।


জামায়াতে ইসলামীর মহাসমাবেশ দুপুর ২টায় মতিঝিলের শাপলা চত্বরে শুরু হওয়ার কথা রয়েছে।


বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের সমাবেশ হবে বিকেল তিনটায়, প্রেস ক্লাবের সামনে। ১২-দলীয় জোটের সমাবেশ দুপুর ২টায়, বিজয়নগর পানির ট্যাংকের সামনে। জাতীয়তাবাদী সমমনা জোটের সমাবেশ দুপুর ২টায়, বিজয়নগরের আল-রাজী কমপ্লেক্সের সামনে। এলডিপি কারওয়ান বাজারে এফডিসি-সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে বেলা তিনটায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে।


গণফোরাম ও পিপলস পার্টি দুপুর ১২টায় মতিঝিলে নটর ডেম কলেজের উল্টো পাশে এবং লেবার পার্টি বিকেল ৪টায় পুরানা পল্টন মোড়ে সমাবেশ করবে। গণ অধিকার পরিষদের সমাবেশ বেলা ১১টায় বিজয়নগর পানির ট্যাংক মোড়ে।


তাই ভোগান্তি এড়াতে রাজধানীবাসী এসব এলাকার সড়ক এড়িয়ে চলতে পারেন। এদিকে সকাল থেকেই রাজধানীর রাস্তায় যানবাহন চলাচল তুলনামূলক কম দেখা যাচ্ছে। কর্মজীবী দীর্ঘসময় বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com