ঢামেকে ভারসাম্যহীন নারীর নবজাতক কন্যা শিশুর মৃত্যু
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ২২:৫৯
ঢামেকে ভারসাম্যহীন নারীর নবজাতক কন্যা শিশুর মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পলাশীর ফুটপাতে ভারসাম্যহীন নারীর ভূমিষ্ঠ নবজাতক মেয়ে শিশুটি অবশেষে ঢাকা মেডিকেলে নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।


১ সেপ্টেম্বর, শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডের (এনআইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।


নবজাতক কন‍্যার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মামুন তালুকদার। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। দাফনের জন্য মরদেহ আঞ্জুমান মুফিদুল ইসলামে দেয়া হবে।


তিনি আরও বলেন, নবজাতক কন‍‍্যাটি মানসিক ভারসাম্যহীন মমতাজের। আজিমপুর মেটানিটিতে চিকিৎসাধীন আছেন। সুস্থ হলে ওকে মিরপুর শাহাআলীর পুনর্বাসন কেন্দ্রে হস্তান্তর করা হবে।


উল্লেখ্য গত বুধবার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে পলাশীর ফুটপাতে ওই নারী প্রসব বেদনায় ছটফট করছিল। তখন পথচারী কয়েকজন শিক্ষার্থী এ দৃশ্যটি তাদের নজরে আসে। পরে তারা লালবাগ থানায় খবর দেন। পরে পুলিশ সেখানে পৌঁছায়। শিক্ষার্থীদের সহযোগিতায় আজিমপুর মেটারনিটি হাসপাতালে নিয়ে যায় তাকে। সেখানে ওই ভারসাম্যহীন নারী কন‍্যা শিশু প্রসব করেন।


তবে নবজাতকটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কয়েকটি হাসপাতাল ঘুরে (এন আই সিউ) সিট না পাওয়ায় তাকে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়।


বিবার্তা/বুলবুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com