
রাজধানীর নাখালপাড়া রেলক্রসিংয় ট্রেনের ধাক্কায় জুনায়েদ বুগদাদী (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
২৭ অক্টোবর, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়।
নিহত জুনায়েদের বাড়ি চাঁদপুর মতলব উত্তর উপজেলার ছোট হলদিয়া গ্রামে। তার বাবার নাম আতাউর রহমান জুয়েল। তেজগাঁও পূর্ব নাখালপাড়ার পরিবারের সঙ্গে থাকত সে।
জুনায়েদের ফুফু আমেনা আক্তার বলেন, সকাল সাড়ে ৯টার দিকে বাসা থেকে বের হয়ে জুনায়েদ নাখালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিল। পথেই সে ট্রেনের ধাক্কায় আহত হলে উদ্ধার করে স্থানীয় আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানেই বেলা সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, জুনায়েদের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
বিবার্তা/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]