
কোটা আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি শাটডাউনের অংশ হিসেবে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সাধারণ শিক্ষার্থীরা। এসময় কোটা প্রথা বিলুপ্তের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেয় তারা।
১৮ জুলাই, বৃহস্পতিবার সকালে তারা লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান নেয়। পরে তারা বিক্ষোভ মিছিল বের করে ঝুমুর এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এতে নোয়াখালী-কুমিল্লা-চট্টগ্রাম ও ঢাকাবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দুপুর ১২ টার দিকে উত্তেজিত শিক্ষার্থীরা একটি ওষুধ সরবরাহকারী গাড়ি ভাঙচুরের চেষ্টা করে।
এদিকে আন্দোলনরত স্থানে পুলিশের দেখা মেলেনি। তবে ঘটনাস্থলের অদূরে জেলা পুলিশ সুপার কার্যালয় এলাকায় আইনশৃঙ্খলাবাহিনীকে অবস্থান নিতে দেখা গেছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বলেন, শিক্ষার্থীরা আন্দোলন শেষে চলে গেছে। এসময় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিবার্তা/সুমন/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]