
কাতারে সড়ক দুর্ঘটনায় বিকাশ চন্দ্র সূত্রধর নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (১১ জুলাই) তিনি নিহত হন।
নিহত বিকাশ চন্দ্র সূত্রধরের গ্রামের বাড়ি নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামে।
জানা গেছে, গত সোমবার হার্ডওয়্যারের দোকানের স্টোররুমে ডিউটিরত অবস্থায় দোকানের পেছনে গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মরদেহ হামাদ হাসপাতালের মর্গে রয়েছে।
সূত্র জানিয়েছে, মা-বাবা হারা বিকাশের পরিবারে ১ বোন ও ৪ ভাই রয়েছে।
উপযুক্ত ক্ষতিপূরণ ও দ্রুত মরদেহ দেশে প্রেরণ করতে কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করেছে বিকাশ চন্দ্র সূত্রধরের পরিবার।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]