শিরোনাম
পটুয়াখালীতে ঘর পরিষ্কার করতে গিয়ে পেলেন বাঘের ৬ বাচ্চা
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২১, ১৭:৫০
পটুয়াখালীতে ঘর পরিষ্কার করতে গিয়ে পেলেন বাঘের ৬ বাচ্চা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

পটুয়াখালীর বাউফলে একটি পরিত্যক্ত ঘর পরিষ্কার করতে গিয়ে মেছো বাঘের ৬টি বাচ্চা উদ্ধার করেছেন ঘরের মালিক। এরপর বাচ্ছাগুলো বন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছেন তিনি।


শনিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাতেরকাঠি গ্রামের নজরুল তালুকদার নামে এক ব্যক্তির পরিত্যক্ত ঘর থেকে এসব বাচ্চা উদ্ধার করা হয়েছে।


নজরুল তালুকদার জানান, শনিবার সকাল ১০টার দিকে তিনি তার পরিত্যক্ত ঘর পরিষ্কার করতে গিয়ে মেছো বাঘের ৬টি বাচ্চা দেখতে পান। পরে বাচ্চাগুলো উদ্ধার করে তিনি উপজেলা বন কর্মকর্তাকে অবহিত করেন।


বাউফল উপজেলা বন কর্মকর্তা আবুল কালাম বলেন, মেছো বাঘের শাবকগুলো দশমিনার ম্যানগ্রোভ বনাঞ্চলে অবমুক্ত করা হবে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com