শিরোনাম
লঞ্চে আগুন, ভেসে উঠলো আরেক নারীর পোড়া লাশ
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২১, ১১:০৯
লঞ্চে আগুন, ভেসে উঠলো আরেক নারীর পোড়া লাশ
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আরো এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।


বুধবার (২৯ ডিসেম্বর) সকাল নয়টার দিকে ঝালকাঠির বিষখালী নদী থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের লোকজন। এ নিয়ে লঞ্চে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জনের মরদেহ উদ্ধার করা হলো।


জানা গেছে, সকালে বিষখালী নদীর তীরে চরে একটি মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে আগুনে পোড়া নারীর মরদেহ তুলে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।


ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, উদ্ধার হওয়া নারীর পরনে ছিলো গোলাপি রঙয়ের কামিজ। প্রাথমিক সুরতহালের পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হবে।


ঢাকা থেকে বরগুনার উদ্দেশে ছেড়ে আসা এমভি অভিযান-১০ নামে লঞ্চটি ২৩ ডিসেম্বর রাত তিনটার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে আসার পর সেটিতে আগুন লাগে। আগুন থেকে বাঁচতে অনেকে নদীতে লাফ দিয়ে বেঁচে যান। আবার অনেকে নদীতে ডুবে মারা যান। এছাড়া কয়েকজন আগুনে পুড়ে চলে যান না ফেরার দেশে।


ভয়াবহ ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে।


বিবার্তা/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com