
জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে তারা ফলাফল মানে না, কোনো যুক্তি ছাড়াই পুননির্বাচনের দাবি তোলেন, এটাই তাদের ইতিহাস।
তিনি বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায় ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে।
যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী ওই অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছেন তারা যেন আর চক্রান্ত করতে না পারে সেজন্য দেশবাসীকে সতর্ক থাকার আহবানও জানান তিনি।
সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাকবাংলো চত্বরে সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ইনু বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছেন, সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য ও দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরো শক্ত হাতে কাজ করব।
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/শরীফুল/জাকিয়া
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]