শিরোনাম
সাতক্ষীরার চারটি আসনেই নৌকা
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৮, ০১:৫৩
সাতক্ষীরার চারটি আসনেই নৌকা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরার সংসদীয় চারটি আসনেই বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করেছে আওয়ামী লীগ। রবিবার রাতে রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।


সাতক্ষীরা-১ আসনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল্লাহ ১৬৮টি কেন্দ্রে পেয়েছেন ৩ লাখ ৩১ হাজার ৪০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুল ইসলাম হাবিব ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৯০২ ভোট।


সাতক্ষীরা-২ নৌকা প্রতীক নিয়ে বিজয়ী মীর মোস্তাক আহম্মেদ রবি বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১৩৭ কেন্দ্রে এক লাখ ৫৫ হাজার ৬১১ ভোট। ধানের শীষ প্রতীক নিয়ে জামায়াত নেতা আব্দুল খালেক পেয়েছেন ২৭ হাজার ৭১১ ভোট।


সাতক্ষীরা-৩ আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী ডা. আফম রুহুল হক। সব কেন্দ্রে (১৫৩) তিনি পেয়েছেন ৩ লাখ ৪ হাজার ৩৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. শহিদুল আলম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৩৫৩ ভোট।


সাতক্ষীরা-৪ আসনে বিজয়ী নৌকার প্রার্থী এস এম জগলুল হায়দার বিজয়ী হয়েছেন। ১৩৯ কেন্দ্রের সবগুলোতে তিনি পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৩৮৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩০ হাজার ৪৮৬ ভোট।


বিবার্তা/হাসান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com