শিরোনাম
যশোরে নৌকার জয়জয়কার
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১৮, ২৩:১৫
যশোরে নৌকার জয়জয়কার
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যশোরের ছয়টি সংসদীয় আসনেই নৌকার প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন। ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার আব্দুল আওয়াল।


ঘোষিত ফলাফল অনুযায়ী যশোর-১ আসনে দুই লাখ ১১ হাজার চারশ’ ৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শেখ আফিল উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি পেয়েছেন চার হাজার ৯শ’ ৮১ ভোট।


যশোর-২ আসনে তিন লাখ ২৫ হাজার ৭শ’ ৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অব.) নাসির উদ্দীন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা আবু সাঈদ মোহাম্মদ শাহাদাৎ হোসেন ধানের শীষ প্রতীকের পেয়েছেন ১৩ হাজার ৯শ’ ৪০ ভোট।


যশোর-৩ আসনে তিন লক্ষ ৬১ হাজার তিনশ’ ৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী কাজী নাবিল আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত পেয়েছেন ৩১ হাজার সাতশ’ ১০ ভোট।


যশোর-৪ আসনে দুই লাখ ৭১ হাজার ছশ’ ৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী রণজিৎ কুমার রায়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী টিএস আইয়ুব পেয়েছেন ২৫ হাজার ৯শ’ ১৯ ভোট। যশোর-৫ আসনে দুই লাখ ৪২ হাজার ৮শ’ ৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী স্বপন কুমার ভট্টাচার্য্য।


এ আসনে ধানের শীষের প্রার্থী জমিয়াতে মুদারেসিন দলের মুফতি মুহাম্মদ ওয়াক্কাস পেয়েছেন ২৪ হাজার ৬শ’ ২১ ভোট। এবং যশোর-৬ আসনে এক লাখ ৫৬ হাজার ৫০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ইসমাত আরা সাদেক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবুল হাসান আজাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৬শ’ ৭৩ ভোট।


বিবার্তা/তুহিন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com