শিরোনাম
মাগুরার দু'টি আসনেই নৌকার জয়
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১৮, ২৩:১০
মাগুরার দু'টি আসনেই নৌকার জয়
অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ও ড. বীরেন শিকদার
মাগুরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মাগুরা-২ আসনে বেসরকারিভাবে সবকয়টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। মহাজোটের প্রার্থী ড. বীরেন শিকদার জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ৩০ হাজার ১১২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় ঐক্যফ্রন্টের আ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী পেয়েছেন ৬৫ হাজার ৮২৮ ভোট।


ভোটগ্রহণকালে মহম্মদপুর উপজেলার ধোয়াইল ভোটকেন্দ্রের সামনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এছাড়া রাজাপুর ইউনিয়নের রাজপাট ভোটকেন্দ্র এলাকায় বিএনপি সমর্থিতদের হামলায় শ্রীমান ও মনোজিৎ নামের দুই আওয়ামী লীগ কর্মী আহত হন।


অন্যদিকে মাগুরা-১ আসনে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। মহাজোট থেকে মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর নৌকা প্রতীকে ২ লাখ ৭৪ হাজার ১৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মো. মনোয়ার হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৪৬৭ ভোট।


বিবার্তা/মাহামুদ/কামরুল


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com