শিরোনাম
বিপুল ভোটে এগিয়ে মাশরাফী
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১৮, ২০:০৬
বিপুল ভোটে এগিয়ে মাশরাফী
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

নড়াইল-২ আসনের ১৪০টি ভোট কেন্দ্রের মধ্যে ২১কেন্দ্রে বিপুল ভোটে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা। অসমর্থিত সূত্রে জানা গেছে লাহুরিয়া কেন্দ্রে সর্বোচ্চ ১৭ হাজার ২৫ ভোট পেয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপির) চেয়ারম্যান এ জেড এম ফরিদুজ্জামান ওই কেন্দ্রে পেয়েছেন ২৬৩ ভোট।


এখন পর্যন্ত ফলাফলে ২১টি কেন্দ্রেই নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা মাশরাফী ধানের শীষের চেয়ে যোজনযোজন এগিয়ে আছেন। নড়াইল-২ আসনে মোট ভোটারের সংখ্যা তিন লাখ ১৭ হাজার ৮৪৪ জন।


সকালে মাশরাফী ও তার স্ত্রী সুমনা হক সুমি নড়াইল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন। পরে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেন তারা।


নড়াইলে একচেটিয়া জনপ্রিয়তা থাকলেও ভোটের ফলাফল নিয়ে মন্তব্য করতে চাননি মাশরাফী। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী -এ প্রশ্নের জবাবে বলেন, এসব (ফলাফল) ব্যাপারে কোনো কিছু বলতে চাই না। সেটা ফলের পরই আপনারা দেখতে পাবেন।


বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখার অভিজ্ঞতা প্রসঙ্গে মাশরাফী বলেন, ভেতরে (ভোট কেন্দ্রে) অত বেশি ঢুকিনি। আমি জাস্ট সব ঠিক আছে কিনা এতটুকুই জেনে আসছি, কোনো সমস্যা আছে কিনা। সব ঠিক আছে। আমি এটাই নিশ্চিত করতে গিয়েছি।


বিবার্তা/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com