শিরোনাম
শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত গাইবান্ধার ২৯ প্রার্থী
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০১৮, ২০:৩২
শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত গাইবান্ধার ২৯ প্রার্থী
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নির্বাচন কমিশন (ইসি)’র নির্দেশ অনুযায়ী শুক্রবার সকাল ৮টা পর্যন্ত চলবে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা। এর পর প্রচারের কোনো সুযোগ না থাকার ফলে গাইবান্ধা জেলার ৪টি আসনের পৌনে ১৪ লাখ ভোটারের পিছু ছুটছে ২৯ জন প্রার্থী। টানা ১৬দিন প্রচারণার পর শেষ দিনেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণা তুঙ্গে উঠেছে। দিনব্যাপী ভোটের মাঠে প্রার্থী ও সমর্থকদের পদচারণায় সরগম হয়ে উঠেছে।


তারা পৌষের শীত উপেক্ষা করে ভোটারদের মাঝে নানা প্রতিশ্রুতির ভাণ্ডার নিয়ে হাজির হচ্ছেন। কুশল বিনিময়ে ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন ধরণের বুলি ছাড়ছেন।


আসছে ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন। এ নির্বাচনের বিজয় ছিনিয়ে নিতে ইতোমধ্যে গাইবান্ধা জেলার ৪টি আসনের প্রায় ২৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ভোট প্রার্থনায় আশ্বাসের ফুলঝুরি নিয়ে নির্বাচনে লড়ছেন। সবমিলে নির্বাচনী উৎসবে ফুসে উঠেছে গাইবান্ধায়। হাট-বাজারে, গ্রাম গঞ্জের রাস্তার উপরে দুলছে প্রার্থীদের প্রতীকী পোষ্টার। লিফলেট বিতরণসহ পথসভা, উঠান বৈঠক অব্যাহত রেখেছেন প্রার্থীরা। এসময় ভোটারদের জীবন মানোন্নয়নে নানা আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা।


শেষ দিনে প্রচার-প্রচারণা সরব হয়ে উঠেছে। থেমে নেই প্রার্থীরা। কোমর বেধে বিরামহীন গতিতে চালিয়ে যাচ্ছেন গণসংযোগ। তাদের কর্মী-সমর্থক নিয়ে ভোরে সূর্য উঠার সাথে সাথেই বেরিয়ে পড়ছেন ভোট প্রার্থনায়।


গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, গাইবান্ধা জেলার ৪টি সংসদীয় আসনে মোট ভোটার ১৩ লাখ ৭২ হাজার ৬৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুষ্ঠু ও শান্তি পূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।


বিবার্তা/জাকির/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com