শিরোনাম
বঙ্গবন্ধু সেতুর টোল সিস্টেম বিকল
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০১৮, ১৪:০৬
বঙ্গবন্ধু সেতুর টোল সিস্টেম বিকল
ফাইল ছবি
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজায় নেটওয়ার্ক ডাউন থাকায় টোল আদায় বন্ধ রয়েছে। এ কারণে সেতুর দুই প্রান্তে দীর্ঘ পরিবহন জটের সৃষ্টি হয়।


রবিবার সকাল ১০টা থেকে নেটওয়ার্ক বিকল হয়ে যায়। এর ফলে ওই সেতু দিয়ে চলাচলকারী গাড়ির টোল নেয়া বন্ধ হয়ে যায়। সেতুর ওপর আটকা পড়ে শত শত গাড়ি। এর দুই ঘণ্টা পর দুপুর ১২টার দিকে টিকিট পদ্ধতিতে গাড়ির টোল নেয়া শুরু হয়।



বঙ্গবন্ধু সেতুর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার প্রধান লে. কমান্ডার ফারুক হাসান বলেন, বঙ্গবন্ধু সেতুর টোল নেয়ার কম্পিউটার সিস্টেমটি ঢাকার সেতু ভবন থেকে নিয়ন্ত্রণ করা হয়। ঢাকায় সিস্টেমটি কাজ করছে না। ফলে ঘণ্টা দুয়েক টোল নেয়া বন্ধ ছিল। দুপুর ১২টা ১০ মিনিট থেকে টিকিট দিয়ে টোল নেয়া হচ্ছে।


টোল নেয়ার স্বয়ংক্রিয় কম্পিউটার সিস্টেম বন্ধ হয়ে যাওয়ায় সেতুর ওপর গাড়ি আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। তবে টিকিট দিয়ে টোল নেয়া শুরু হলেও দুর্ভোগ এখনই কমছে না। স্বয়ংক্রিয় পদ্ধতিতে একসঙ্গে ছয়টি গাড়ির টোল নেয়া হয়। এখন একটি করে গাড়ির টোল আদায় চলছে। ইতিমধ্যে সেতুর দুই প্রান্তে ১০ কিলোমিটার গাড়িজটের সৃষ্টি হয়েছে বলে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানিয়েছেন।



বিবিএ’র বঙ্গবন্ধু সেতু সাইটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, হঠাৎ করে সেতুতে সিস্টেম ত্রুটি দেখা দেয়ায় সেতুর উভয়পাড়ে টোল আদায় বন্ধ হয়ে যায়। তবে সেতুতে ভিন্ন সিস্টেমে টোল আদায়ের নির্দেশ দেয়ার পর ম্যানুয়াল সিস্টেমে টোল আদায় শুরু হয়।


বিবার্তা/তোফাজ্জল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com