শিরোনাম
লামায় দুই ব্যবসায়ী অপহৃত: সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০১৮, ১৩:৫৪
লামায় দুই ব্যবসায়ী অপহৃত: সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবানের লামা উপজেলায় দুই ক্ষুদ্র ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপণ দাবি করেছে সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীরা। উপজেলা সদর ইউনিয়নের দুর্গম পাহাড়ী ঘিলাপাড়া থেকে তাদেরকে অপহরণ করা হয়।


অপহৃতরা হলেন, সদর ইউনিয়নের বৈল্যারচর গ্রামের বাসিন্দা মৃত হাছান আলীর ছেলে মহরম আলী (৩২) ও ঘিলাপাড়ার কারবারী সতিশ ত্রিপুরার ছেলে বাচা ত্রিপুরা (৩০)।


অপহরণের পর সন্ত্রাসীরা শুক্রবার রাতে অপহৃতদের পরিবারের কাছে সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে স্বজনেরা জানিয়েছেন। খবর পেয়ে অপহৃতদের উদ্ধার অভিযানে নামেন সেনাবাহিনীর সদস্যরা।


সূত্র জানায়, মহরম আলী ও বাচা মনি ত্রিপুরা যৌথভাবে ব্যবসা করতেন। তারা দুর্গম পাহাড়ি ঘিলাপাড়া, পোপা হেডম্যান পাড়া, দোছড়ি পাড়া ও বদলা পাড়া থেকে আদা, হলুদ, মরিচ, কলা ও বাঁশ কিনে নিয়ে উপজেলা সদরে বিক্রি করতেন।


বৃহস্পতিবার বিকালে মহরম ও বাচা মনি ঘিলাপাড়া গেলে পথ দেখিয়ে দেয়ার কথা বলে তাদেরকে অজ্ঞাতস্থানে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে শুক্রবার সন্ধ্যায় মহরমের স্ত্রী ছফুরা বেগম ও বাচা মিয়ার বাবা সতিশ ত্রিপুরার কাছে (০১৮৮১৩১৯০৫০ নং থেকে) সাড়ে ৫ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা।


স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে মহরম ও বাচা মণিসহ মোট তিনজনকে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে একজনকে ছেড়ে দিলেও মহরম ও বাচা মনিকে এখনো ছাড়েনি।


ছফুরা বেগম জানান, গত বুধবার সন্ধ্যায় স্বামীর সঙ্গে তার মোবাইলে কথা হয়েছিল। তারপর থেকে আর কোনো যোগাযোগ নেই। শুক্রবার দুপুরে একটি অজ্ঞাত নম্বর হতে মুঠোফোনে ফোন করে মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করে সন্ত্রাসীরা।


দুই ব্যবসায়ী অপহরণের সত্যতা নিশ্চিত করে লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, সন্ত্রাসীরা বাচা মনির বাবার কাছে পাঁচ লাখ টাকা এবং অপর বাঙালী ব্যবসায়ী মহরম আলীর স্ত্রীর কাছে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবি করেছে।


এ বিষয়ে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) লিয়াকত আলী বলেন, দুই ব্যবসায়ী অপহরণের ঘটনা শুনেছি। তবে ঘটনাস্থলটির অবস্থান উপজেলা সদর হতে দুর্গম পহাড়ি ২২ কিলোমিটার পূর্ব-উত্তরে। সেনাবাহিনীর সাথে সমন্বয় করে অপহৃতদের উদ্ধার অভিযান চালানো হবে।


বিবার্তা/নুরুল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com