শিরোনাম
রাতের আঁধারে ছিনতাই ও নারীর শ্লীলতাহানির অভিযোগ
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১৮, ১৬:৩৩
রাতের আঁধারে ছিনতাই ও নারীর শ্লীলতাহানির অভিযোগ
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঠাকুরগাঁওয়ে মারধর করে দশ হাজার টাকা ছিনতাইসহ এক নারীর শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। রাতের আঁধারে কতিপয় বখাটে এমন কাজ করেছেন বলে থানায় অভিযোগ দায়ের হয়েছে।


বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঠাকুরগাঁওয়ের শ্রীকৃষ্ণপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর মা নারগিস বেগম সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।


অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ছয়টার দিকে নারগিস বেগমের মেয়ে নিশা ও মেয়ে জামাই ইমন ইসলাম মেহমানবাড়ী যাওয়ার উদ্দেশ্যে সদর উপজেলার শ্রীকৃষ্ণপুর এলাকা দিয়ে হেটে যাওয়ার সময় দিপক (২৪), সুজনসহ (২৫), কয়েকজন বখাটে আচমকা তাদের পথরোধ করে মারধর করতে থাকে।


এসময় নারগিস বেগমের জামাই ছিনতাইকারিদের টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পিটাতে থাকে। এসময় ইমনের স্ত্রী তাকে বাঁচাতে এগিয়ে এলে ছিনতাইকারীরা তার শ্লীলতাহানির চেষ্টা করে। এক পর্যায়ে ইমনের কাছে থাকা ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। পরে তাদের আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে ছিনতাইকারিরা বিষয়টি কাউকে না জানানোর হুমকি দিয়ে পালিয়ে যায়।


পরে আশে-পাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে শ্বশুরবাড়ি পৌঁছে দেয়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে সদর থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীর মা নারগিস বেগম।


বিবার্তা/বিধান/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com