শিরোনাম
হাসপাতালে নেয়া হলো লতিফ সিদ্দিকীকে
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১৮, ১১:৩৬
হাসপাতালে নেয়া হলো লতিফ সিদ্দিকীকে
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অনশনের চতুর্থ দিনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকীর শারীরিক অবস্থা অবনতি ও মৃত্যু শঙ্কা হওয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে।


বুধবার সকাল সোয়া ৯টার দিকে মেডিকেল টিমের সদস্য হৃদরোগ বিশেষজ্ঞ মোফাজ্জল হোসেনের তত্ত্বাবধায়নে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. শরীফ হোসেন খান বলেছেন, মঙ্গলবার সকালে লতিফ সিদ্দিকীর চিকিৎসা সেবায় ৮ সদস্য বিশিষ্ট একটি মেডিক্যাল টিম গঠন করা হয়। ওইদিন মেডিক্যাল টিম তার স্বাস্থ্য পরীক্ষা করে। শ্বাস কষ্টসহ নানা সমস্যায় ভূগছেন তিনি। পরে আজ সকালে তার স্বাস্থ্যের অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।



রবিবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতীর গোহালিয়াবাড়ি ইউনিয়নের সরাতৈল এলাকায় লতিফ সিদ্দিকীর কর্মী-সমর্থকদের ওপর স্থানীয় সংসদ সদস্য হাসান ইমাম খানের কর্মী-সমর্থকরা হামলা ও চারটি গাড়ি ভাঙচুর করে।


এর প্রতিবাদে তিনি জেলা রিটার্নিং কার্যালের সামনে অবস্থান করে তিন দফা দাবিতে আমরন অনশন শুরু করেন।


এদিকে এ ঘটনায় মঙ্গলবার বিকেলে চার হামলাকারীকে আটক করেছে পুলিশ।


বিবার্তা/তোফাজ্জল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com