শিরোনাম
স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ, স্বামী-সতীন পলাতক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১৮, ১৭:৫১
স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ, স্বামী-সতীন পলাতক
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের রৌমারী উপজেলার কাশিয়াবাড়ি গ্রামে স্বামী ও সতীনের বিরুদ্ধে জোসনা (৩০) নামের দ্বিতীয় স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী, সতীন দু’জনেই পলাতক রয়েছে।


এলাকাবাসী জানায়, উপজেলার যাদুরচরের কাশিয়াবাড়ি গ্রামে শনিবার রাত ৯টার দিকে জোসনার আত্মচিৎকারে পার্শ্ববর্তী লোকজন এসে তার শরীরে আগুন লাগা অবস্থায় দেখতে পায়। পরে আগুন নিভিয়ে তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এলাকাবাসী। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।


রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অনুপ কুমার বিশ্বাস জানান, নিহত জোসনা বেগমের শরীরের ৮৫ ভাগ পুড়ে যাওয়ায় আমরা শনিবার রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেছিলাম। কিন্তু রোগীর আত্মীয় স্বজনরা তাকে নিয়ে যায়নি।


এব্যাপারে নিহত জোসনার বোন তারাবানু বলেন, সতীনের ঘরে থাকতে না পেরে তার বোন জোসনা ঢাকায় একটি গার্মেন্টস এ চাকরি করছিলেন। কিন্তু তার স্বামী সাইফুল ইসলাম মোবাইলে তাকে ফুসলিয়ে গত বৃহস্পতিবার বাড়িতে নিয়ে আসে। জোসনা বাড়িতে আসলে তার কাছে টাকা চায় সাইফুল ও তার বড় স্ত্রী মুনি। আমার বোন টাকা দিতে না চাওয়ায় শনিবার রাতে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে শনিবার রাত ৯টার দিকে আমার বোনকে তার স্বামী আর সতীন মিলে হাতপা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে তার চিৎকার শুনে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মৃত্যুর আগে তার বোন জোসনা হাসপাতালে তাকে এসব কথা বলে গেছে বলে জানান জোসনার বোন তারাবানু।


এ ব্যাপারে রৌমারী থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, থানায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। আমি শুনেছি জোসনা বেগম গার্মেন্টসে কাজ করতো। সে গার্মেন্টসে থেকে বাড়িতে আসায় তার স্বামীর সাথে বনাবনি না হওয়ায় এ ঘটনা ঘটেছে। আমি নিজেই এ ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে যাচ্ছি।


বিবার্তা/সৌরভ/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com