শিরোনাম
'জয় বাংলা'য় উল্লসিত বিজয় দিবসের প্রথম প্রহর
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১৮, ১২:৫৭
'জয় বাংলা'য় উল্লসিত বিজয় দিবসের প্রথম প্রহর
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মহান বিজয় দিবসের প্রথম ক্ষণটি নানাভাবে উদযাপন করেছে জাতি। রবিবার মধ্যরাতে দেশের বিভিন্ন স্থানে আতসবাজি, ফানুস ওড়ানো, মোমবাতি প্রজ্বলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন।



বিজয় দিবসের প্রথম প্রহরে সবচেয়ে জমকালো আয়োজন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষা সহযোগী সংগঠন উদযাপন করে 'রক্তে রাঙা বিজয় আমার' শীর্ষক উৎসব।



বিজয়ের প্রথম প্রহরে রাজু ভাস্কর্যে ফানুস উড়িয়ে, নেচে গেয়ে বিজয় উৎসবে মেতে ওঠেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি আয়োজন করে স্লোগান একাত্তর নামে কনসার্ট।



এছাড়া, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, সিলেট, বরিশালসহ দেশের প্রায় সবখানেই মুক্তিযুদ্ধের শহীদদের গভীরভাবে বিনম্র শ্রদ্ধা জানিয়ে নানাভাবে উদযাপিত হয় বিজয় দিবসের প্রথম প্রহর।


বিবার্তা/হাসান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com