শিরোনাম
টাঙ্গাইলে ৫টি আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১৮, ১৪:১৩
টাঙ্গাইলে ৫টি আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য টাঙ্গাইলের ৮টি আসনের মধ্য ৫টিতে (ধানের শীষ প্রতীক) চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আর স্থগিত করা হয়েছে ৩টি আসন।


শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। শুক্রবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চূড়ান্ত এ প্রার্থীদের তালিকা ঘোষণা করেন।


চূড়ান্ত মনোনয়ন পাওয়া (ধানের শীষ প্রতীক) প্রার্থীরা হলেন- টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসনে সরকার শহীদ, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-৫ (সদর) আসনে মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে আবুল কালাম আজাদ সিদ্দিকী।


স্থগিত হওয়া আসনগুলো হলো- টাঙ্গাইল-৩ ঘাটাইল, টাঙ্গাইল-৪ কালিহাতী ও টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল)।


এ দিকে জানা যায়, স্থগিত হওয়া, টাঙ্গাইল-৩, ৪, ও ৮ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা হতে পারে। তার মধ্যে টাঙ্গাইল-৮ আসনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর মেয়ে কুঁড়ি সিদ্দিকী ঐক্যফ্রন্টের প্রার্থী বলে জানা যায়। ঐক্যফ্রন্টের প্রার্থীরা ধানের (শীষ প্রতীক) নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন।


বিবার্তা/তোফাজ্জল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com