শিরোনাম
চুয়াডাঙ্গায় ৪ জনের মনোনয়ন বাতিল
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১৮, ১০:৪৩
চুয়াডাঙ্গায় ৪ জনের মনোনয়ন বাতিল
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হলফনামায় স্বাক্ষর না থাকা ও ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রুটি থাকায় চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে জাকের পাটি, মুসলিম লীগ ও জামায়াতের প্রার্থীসহ চারজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।


রবিবার সকালে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রার্থীদের উপস্থিতিতে তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার গোপাল চন্দ্র দাস।


মনোনয়নপত্র যাচাই বাছাই এর দিনে সকাল ৯টার আগেই চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে হাজির হন জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে। সকাল সাড়ে ৯টায় জেলা রিটার্নিং অফিসার গোপাল চন্দ্র দাস আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু করেন।


প্রথমে চুয়াডাঙ্গা-১ আসনে জমা পড়া ১১ জনের মনোনয়নপত্র পরীক্ষা নিরীক্ষা করেন। এসময় হলফনামায় নিজের স্বাক্ষর না থাকায় জাকের পাটির প্রার্থী আলমাছ হোসেন ও মুসলিম লীগের প্রার্থী মেরিনা আক্তারের। মনোনয়নপত্র দুটি বাতিল করা হয়।


পরে বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা-২ আসনে জমা পড়া ৭ জনের মনোনয়নপত্র পরীক্ষা নিরীক্ষা শুরু করেন জেলা রিটার্নিং অফিসার। এ আসনে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মাওলানা রুহুল আমিন ও আরেক স্বতন্ত্র প্রার্থী নুর হাকিমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। স্বতন্ত্র পদে নির্বাচনের ক্ষেত্রে মোট ভোটারের ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রুটি থাকায় তাদের দুই জনের মনোনয়ন বাতিল করা হয়।


যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার গোপাল চন্দ্র দাস জানান, হলফনামাসহ কাগজপত্রে ত্রুটি থাকায় দুটি সংসদীয় আসনে চারজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তারা চাইলে কমিশন বরাবরে আপিল করতে পারবেন।


মনোনয়ন বাতিল হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মাওলানা রুহুল আমিন ও মুসলিম লীগের মনোনীত মেরিনা আক্তার ও অপর স্বতন্ত্র প্রার্থী নুর হাকিম আপিল করবেন বলে জানিয়েছেন।


বিবার্তা/সালেকিন/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com