শিরোনাম
সাতক্ষীরায় বাতিল হলো ৭ প্রার্থীর মনোনয়নপত্র
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১৮, ১৫:২৯
সাতক্ষীরায় বাতিল হলো ৭ প্রার্থীর মনোনয়নপত্র
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার ৪টি আসনে ৩৮ জন প্রার্থীর মধ্যে সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুধু সাতক্ষীরা সদর আসনেই বাতিল হয়েছে পাঁচ প্রার্থীর মনোনয়ন।


রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এসএস মোস্তফা কামাল মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন। তিনি জানান, সাতক্ষীরা-১ (সদর) আসনে ১৪ জন প্রার্থীর মধ্যে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন- দলীয় মনোনয়ন না থাকায় আওয়ামী লীগের বিএম নজরুল ইসলাম, জনতা ব্যাংকের ঋণ খেলাপি থাকায় সতন্ত্র প্রার্থী বিশ্বজিত সাধু, তথ্য অসম্পন্ন থাকায় ন্যাপের মো. হায়দার আলী, ১ শতাংশ ভোটার তালিকা সঠিক না থাকায় সতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান ও সতন্ত্র প্রার্থী শেখ নুরুল ইসলাম।


সাতক্ষীরা-২ আসনে ২০০ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা না দেয়ায় মনোনয়নপত্র বাতিল করা জেএসডি প্রার্থী মো. আফসার আলী এবং সাতক্ষীরা-৪ আসনে এক শতাংশ ভোটারের স্বাক্ষর দাখিল না করায় সতন্ত্র প্রার্থী মো. খলিলুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।


তবে সাতক্ষীরা-৩ আসনে চারজন প্রার্থীর সকল কাগজপত্র সঠিক থাকায় কারও মনোনয়নপত্র বাতিল করা হয়নি।


বিবার্তা/আব্দুর রহমান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com