শিরোনাম
ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়ন বাতিল
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১৮, ১১:৫৪
ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়ন বাতিল
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।


জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদঅহিদুজ্জামান রবিবার বেলা সাড়ে ১১টার দিকে মনোনয়ন যাচাই বাছাইয়ের সময় তিনি এই বাতিল আদেশ দেন।


তিনি বলেছেন, খালেদা জিয়া দু'টি মামলায় সাজাপ্রাপ্ত আসামি, পুলিশের পক্ষ থেকে এই বিষয়ক প্রতিবেদন এসেছে আমাদের হাতে। তার ভিত্তিতেই খালেদা জিয়ার মনোনয়ন বাতিল করা হয়েছে।


এছাড়া আরো দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া এই প্রার্থীরা হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী ছাগলনাইয়া উপজেলা বিএনপির সভাপতি নূর আহম্মেদ মজুমদার এবং স্বতন্ত্র প্রার্থী আবুল বশির।


২৮ নভেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু বেগম খালেদা জিয়ার পক্ষে এ মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।


বিএনপির চেয়ারপারসন দুটি দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন।


একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রবিবার থেকে ৩০৫৬ জন প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়েছে।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com