শিরোনাম
চট্টগ্রামে এইডস আক্রান্ত ৩৮৭ জন
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১৮, ১৬:৪০
চট্টগ্রামে এইডস আক্রান্ত ৩৮৭ জন
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামে এইচআইভি ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৮৭ জন। যাদের মধ্যে ৩৪২ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।


চমেক হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগ সূত্র জানায়, ২০১৭ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত আরও ৪৫ জন রোগীর রক্তে এইচআইভি ভাইরাস পাওয়া গেছে। এদের মধ্যে রোহিঙ্গা আছেন ৫ জন।


বিভাগটির প্রধান ডা. রফিকুল মাওলা জানান, এই বিভাগের অধীনে ‘এন্টি রেট্রোভাইরাল থেরাপি’ কর্নারে এইডস আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালে চালু থাকা প্রিভেনশন অব মাদার টু চাইল্ড ট্রান্সমিশন (পিএমটিসিটি) প্রকল্পের অধীনে অন্তঃসত্ত্বা নারীদের স্ক্রিনিং করা হয়।


প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমেদ বলেন, এ পর্যন্ত এইডস আক্রান্ত ১৭ জন অন্তঃসত্ত্বা নারীকে চিকিৎসা দেয়া হয়েছে, যারা পরে সন্তান জন্ম দিতে পেরেছেন। এছাড়া ৯ জন এইডস রোগী চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।


বিবার্তা/জাহেদ/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com