শিরোনাম
গাইবান্ধার চার আসনে স্বতন্ত্র প্রার্থী ১৫ জন
প্রকাশ : ২৯ নভেম্বর ২০১৮, ১১:৫১
গাইবান্ধার চার আসনে স্বতন্ত্র প্রার্থী ১৫ জন
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা জেলার চার আসন থেকে ১৫ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।


তারা হলেন:


গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন থেকে আফরুজা বারী, এমদাদুল হক নাদিম, এবিএম মিজানুর রহমান, মহসীন আলী, মাজেদুর রহমান, কর্ণেল (অব.) আব্দুল কাদেরসহ খান, আব্দুর রহমান, জয়নাল আবেদীন সাদা, হাফিজুর রহমান সর্দার।


গাইবান্ধা-২ (সদর) আসন থেকে হাফিজুর রহমান সরদার, ওয়াহেদ মুরাদ, রেজাউল করিম বাবলু।


গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ি) আসন থেকে আবু জাফর মোহাম্মদ জাহিদ, তৌফিকুল আমিন মন্ডল টিটু।


গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে আব্দুর রহিম সরকার।


গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসন থেকে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই বলে রিটার্নিং অফিসার সুত্রে জানা গেছে।
উল্লেখিত প্রার্থীদের মধ্যে অনেকে দল থেকে মনোনয়ন না পাওয়ায় তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে স্থানীয়রা জানান।


বিবার্তা/তোফায়েল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com