শিরোনাম
সাতক্ষীরার চার আসনে আ.লীগের ৪৬ প্রার্থীর মনোনয়ন জমা
প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৮, ১২:৫৪
সাতক্ষীরার চার আসনে আ.লীগের ৪৬ প্রার্থীর মনোনয়ন জমা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করে সাতক্ষীরার ৪টি আসনে ৪৬ জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এরমধ্যে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ১৮ জন, সাতক্ষীরা-২ (সদর) আসনে ১২ জন, সাতক্ষীরা-৩ (আশাশুনি-দেবহাটা-কালিগঞ্জ আংশিক) আসনে ৭জন এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনে ৯জন আওয়ামী লীগ নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন।


সাতক্ষীরায় ৪টি আসনে যারা আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন তারা হলেন-সাতক্ষীরা-১ আসন থেকে সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, অ্যাডভোকেট অনিত মুখার্জী, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম, এস এম আমজাদ হোসেন, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিত সাধু, শেখ আমজাদ হোসেন, মন্ময় মনির, সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান সোহাগ, অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা আহছান কবির টুটুল, সৈনিকলীগ নেতা সরদার মুজিব, নারী নেত্রী মনোয়ারা ফারুক, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলামসহ ১৮জন।


সাতক্ষীরা-২ আসন থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, বর্তমান সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু, সাবেক ছাত্রলীগ নেতা আ হ ম তারেক উদ্দীন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন, সাবেক ছাত্রলীগ সভাপতি ড. এরতেজা হাসান, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সাবেক সচিব মোহাম্মাদ আবু মুসা, জেএম ফাত্তাহ, সাহেদ করিম, শেখ সাফি আহমেদ ও অ্যাডভোকেট এসএম হায়দার।


সাতক্ষীরা-৩ আসন থেকে বর্তমান সংসদ সদস্য ডা. আফম রুহুল হক, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, মুনসুর আহমেদ, নর্দান ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, সাবেক সংসদ সদস্য ডা. মোখলেছুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রসুল বিপ্লব ও কর্নেল (অব:) জামায়াত হোসেন।


সাতক্ষীরা-৪ আসন থেকে বর্তমান সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিউল আযম লেনিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন, সাবেক ছাত্রলীগ নেত্রী শেখ মাসুদা খানম মেধা, শেখ আতাউর রহমান, আনিছুজ্জামান আনিছ, সাঈদ মেহেদী, জিএম শফিউল্লাহ ও সাংবাদিক আবেদন খান।


বিবার্তা/শহীদুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com