শিরোনাম
মাগুরার দুই আসনে নৌকার টিকিট চায় দুই সহোদর
প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৮, ১১:৫৭
মাগুরার দুই আসনে নৌকার টিকিট চায় দুই সহোদর
মাগুরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মাগুরা-১ এবং মাগুরা-২ এ দুটি আসনেই মনোনয়ন প্রত্যাশা করেন দুই সহোদর। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে মাগুরা-১ থেকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সহকারী সচিব বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এবং মাগুরা-২ আসনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু।


মরহুম অ্যাডভোকেট আছাদুজ্জামানের দুই ছেলের দুই আসনে মনোনয়ন ফরম কেনার বিষয়টি দলীয় নেতাকর্মী ও জেলা জুড়ে আলোচনা চলছে। তাদের দুজনেরই বর্তমান ঠিকানা মাগুরা সদরে হলে ও গ্রামের বাড়ি মাগুরা মহম্মদপুর থানার জোকা গ্রামে।


এদিকে মাগুরার দুটি আসনের বিপরীতে নৌকার টিকিট পেতে আওয়ামী লীগের ৩৬ জন প্রার্থী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মনোনয়নপত্র সংগ্রহ শেষে তারা জমা দিয়েছেন বলে দলের একাধিক সূত্রে জানা গেছে।


মাগুরা জেলার সংসদীয় দুটি আসনের বর্তমান সংসদ সদস্য মাগুরা-১ আসনে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহহাব এবং মাগুরা-২ আসনে অ্যাডভোকেট বিরেন শিকদার। একাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হতে তারা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেছেন।


এছাড়া মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে অন্তত আরো ১৬ জন এবং মাগুরা-২ আসনে ২০ জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ শেষে দাখিল করেছেন বলে জানা গেছে।


সূত্র মতে, মাগুরা-১ আসনের জন্যে যারা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সহকারী সচিব বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক অ্যাডভোকট সাইফুজ্জামান শিখর।


শেষ খবর পাওয়া পর্যন্ত এ আসনের জন্যে অন্য যারা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তারা হলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, সাবেক জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাসির বাবলু, রাশিয়া আওয়ামী লীগের সভাপতি এসএম শফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব কাজী রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা ও সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রানা আমির ওসমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রোস্তম আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাঘবদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল ফকির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাকোল ইউপি চেয়ারম্যান হুমায়নুর রশিদ মুহিত, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক পঙ্কজ সাহা ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসমত আরা হ্যাপি।


অন্যদিকে মাগুরা-২ আসনে বর্তমান সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বিরেন শিকদার ছাড়াও যারা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু, মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল মান্নান, শালিখা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কামাল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা ডক্টর অহিদুর রহমান টিপু, গোলাম খোরশেদ শুভ্র, অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা আলতাফ হোসেন, ছাত্রলীগ নেতা নবীনুজ্জামান সুজন ও মহম্মদপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু আব্দুল্লাহ আল শাফি।


বিবার্তা/মাহামুদ/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com