শিরোনাম
সাভারে সরকারি খাল উদ্ধারের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৮, ১৩:১১
সাভারে সরকারি খাল উদ্ধারের দাবিতে মানববন্ধন
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারে সরকারি খাল দখল করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী ও কৃষকরা। মানববন্ধনে এসময় ওই এলাকায় কয়েক’শ কৃষকরা অংশগ্রহণ করেন।


শনিবার দুপুরে সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা কোর্টাপাড়া এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।


মানববন্ধন কর্মসূচি থেকে এসময় এলাকাবাসী জানান, সাভারের কোন্ডা কোর্টাপাড়া ও চান্দুলিয়া মৌজায় অবস্থিত সরকারি বামন্নী খাল গত কয়েকদিন ধরে রাতের আধারে বালু ফেলে ভরাট করা হচ্ছে। এই কাজটি করছে হেমায়েতপুর এলাকার সুগন্ধা প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের মালিক আলম চাঁন। পরে শনিবার দুপুরে ওই খাল উদ্ধারের দাবিতে এলাকাবাসী ও কৃষকরা মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ করেন।


সরকারি এই খালটি দখল করার ফলে ওই এলাকার কৃষকদের আবাদী জমি হুকমির মুখে পড়েছে বলে জানিয়েছে তারা। এসময় তারা অবিলম্বে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে বামন্নী খাল আগের অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবি জানান।


এদিকে এলাকাবাসী ওই খালটি উদ্ধারের জন্য সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ রাসেল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) প্রণব কুমার ঘোষের হস্তক্ষেপ কামনা করেছেন।


বিবার্তা/শরীফুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com