
কুড়িগ্রামে ১৪২৫ নবান্ন উৎসব পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি, আলোচনা সভা এবং সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নবান্ন উৎসবে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় র্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
পরে জেলা প্রশাসকের স্বপ্নকুড়ি মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন-জেলা প্রশাসক সুলতানা পারভীন, পুলিশ সুপার মেহেদুল করিম ও সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম প্রমুখ।
নবান্ন উৎসব নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক ভাওয়াইলা গান পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি।
বিবার্তা/সৌরভ/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net